টঙ্গীতে ছাত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, ফাঁকা গুলি – Daily Gazipur Online

টঙ্গীতে ছাত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, ফাঁকা গুলি – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর মিরাশপাড়ায় একটি কারখানার ওয়াশিং কাজের নিয়ন্ত্রণ নিতে ছাত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বুধবার (২৫ জুন) সন্ধ্যার পর টঙ্গীর মিরাশপাড়ায় ঢাকা ওয়াশিং ইউনিট-২ নামের কারখানায় এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুল কুদ্দুছ জানায়, ৫ আগষ্টের পর থেকে আমি এবং যুবদল নেতা সাকিল টঙ্গী নদী বন্দর এলাকার ঢাকা ওয়াশিং ইউনিট-২ এর একটি অংশের ওয়াশিংয়ের কাজ সাব কন্ট্রাকে করে আসছি। বুধবার সকালে ছাত্রদল নেতা আকাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে ঢাকা ওয়াশিং কারখানায় ঢুকে আমাদের শ্রমিকদের বের করে দেয় এবং তারা সাব কন্ট্রাক্ট কাজ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে হুমকি-ধমকি দেয়। দিনব্যাপী দুই পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ার মধ্যে একাধিকবার কারখানায় প্রবেশ করে বিবদমান দুই পক্ষ শ্রমিকদের বের করে।
এলাকাবাসীরা জানাায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় আকাশের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন লোক নিজেদের আধিপত্য বিস্তার করতে এলাকায় মহড়া দেয় ও প্রতিপক্ষের একটি গ্রুপ যুবদল নেতা দেলোয়ারের নেতৃত্বে আকাশ গ্রুপকে ধাওয়া দেয়। এসময় ৩ রাউন্ড ফাঁকা গুলির শব্দ হয়। এতে আশেপাশের অধিবাসীরা আতংকে দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।
এ বিষয়ে তারেক রহমান আকাশ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার এক পর্যায়ে দেলোয়ার হোসেন দেলু তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। অতঃপর দুই পক্ষ এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেন দেলুর মোবাইলে একাধিকবার ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, তদন্ত চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts