ডেইলি গাজীপুর প্রতিবেদক: কারখানায় কর্মরত অবস্থায় কম্প্রেসারের বাতাস পায়ুপথে প্রবেশ করে টঙ্গীতে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রবিন মিয়া (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার টঙ্গী বিসিকের হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম গোলাম রাব্বী (১৮)।নিহত গোলাম রাব্বী ঢাকার তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার মো. মামুন মিয়ার ছেলে। গ্রেপ্তার নেত্রকোনা জেলার বরকপন গ্রামের সবুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে কারখানা চলমান অবস্থায় আসামি রবিন এয়ার কম্প্রেসার দিয়ে বাতাস দেওয়ার সময় অসাবধানতাবশত সহকর্মী রাব্বির পরিহিত প্যান্ট ভেদ করে বাতাস পাযুপথের ভেতরে প্রবেশ করে।
এতে রাব্বি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার ভোররাতে তিনি মারা যান। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত রবিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
টঙ্গী বিসিকের হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা ম্যানেজার নুরুন্নবী তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনা সঠিক।’
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


