টঙ্গীতে কলেকছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা – Daily Gazipur Online

টঙ্গীতে কলেকছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। নাফিস হোসেন ভুঁইয়া নিলয় (২৯) নামে একজনকে প্রধান আসামি করে তার বোনসহ দুজনের বিরুদ্ধে এই মামলা করেন ভিকটিম। রোববার টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম টঙ্গী সরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজে যাওয়া-আসার সময় স্থানীয় মোক্তার বাড়ি রোড এলাকার মৃত জাকিরুল হোসেন ভুঁইয়ার ছেলে নিলয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ।২০২৪ সালের ২২ অক্টোবর নিলয় বিয়ের কথা বলে ভিকটিমকে তার খালি বাসায় নিয়ে ধর্ষণ করে। এতে অন্ত:সত্বা হয়ে গেলে ভিকটিম নিলয়কে বিয়ের জন্য চাপ দেয়। চলতি বছর ৬ জানুয়ারি নিলয় টঙ্গীর এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে টেবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে।এরপর নিলয় ও তার বোন মৌ আক্তার বিয়ের ব্যবস্থা না করে নানা ধরনের টালবাহানা করতে থাকে। অবশেষে বিয়ে না করায় আসামি নিলয় ও তার বোন মৌ আক্তারের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ভিকটিম।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান সংবাদটি নিশ্চিত করে বলেন মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts