টঙ্গীতে উড়ালসেতুর ডিভাইডারে বাস, উল্টে গিয়ে তীব্র যানজট – Daily Gazipur Online

টঙ্গীতে উড়ালসেতুর ডিভাইডারে বাস, উল্টে গিয়ে তীব্র যানজট – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর ডিভাইডারের উপর উঠে যায় যাত্রীবাহী একটি বাস। পরে বাসটি সরানোর সময় উল্টে গেলে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে আজ বুধবার (১৮ জুন) ভোর ৪টার দিকে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উড়ালসেতুর পূর্ব অংশে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে সরাতে গেলে সেটি উল্টে যায়। এতে আঞ্চলিক সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং অফিসগামী ও সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আসাদ জানান, “আশুলিয়া থেকে আরেকটি বড় ক্রেন আনা হচ্ছে। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।”
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

Explore More Districts