ঝিনাইদহের ৪টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা | Narailkantho-Latest Bangla News & Entertainment…

ঝিনাইদহের ৪টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা | Narailkantho-Latest Bangla News & Entertainment…

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পদ্মাকর, ঘোড়শাল ও কালিচরণপুর ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে পৃথক বাজেট ঘোষনা করা হয়।

সোমবার সকাল ১০টায় পদ্মাকর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৯৫ লাখ ৯৮ হাজার ৭’শ ৪৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করে চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহরুখ আহমেদ আকাশ, হিসাব সহকারী রাজু আহমেদ, ইউপি সদস্যগণ, ঈমাম, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে ঘোড়শাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় উন্মুক্ত বাজেট ঘোষণা করে চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। এ অর্থবছরে ১ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪৫ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, পুলিশক্যাম্প ইনচার্জ এসআই বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার বিশ্বাস, নারিকেলবাড়ীয়া জেডএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনোয়ারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মনি কুমারসহ অন্যান্যরা।

বেলা ১২টার দিকে কালিচরণপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৯২ লাখ ৪৬ হাজার ৩’শ ৬৩ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুর রহামন, হিসাব সহকারী রোজনুজ্জামান, বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক উত্তম কুমার বিশ্বাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলেয়া খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফসহ স্থানীয়রা। এর আগে পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ২৮ মে শনিবার সকালে ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫’শ ৮০ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ। এসসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সোহাগ আলী, ইউপি সদস্যগণ, মসজিদের ঈমাম, পুরোহিত, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Explore More Districts