ঢাকা, ০৮ নভেম্বর – ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালত এ আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার থেকে তাহজীব আলম সিদ্দিকীকে আটক করে র্যাব। পরে তাকে ঝিনাইদহে নিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ২০১৩ সালে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিলে সহিংসতার ঘটনায় জামায়াত নেতা আবদুস সালাম নিহত হন। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটিতে আসামির তালিকায় তাহজীব সিদ্দিকীর নাম রয়েছে।
ওসি আরও জানান, গত ৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুর এবং জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা আরও দুটি মামলায় তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল। বিচারক তিন মামলায় এক দিন করে মোট তিন দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৮ নভেম্বর ২০২৪