– Advertisement –
গোলাম রব্বানী-টিটু, ঝিনাইগাতী প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাট বাজারের দরপত্র আজ বুধবার দুপুর ২টার সময় উপজেলার হল রুমে সকলের উপস্থিতিতে উন্মুক্ত করে সর্বোচ্চ ডাককারীকে ইজাদার নিযুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ।
উপজেলার ২৩ টি বাজারের দরপত্র আহবান করলে ১৯টি বাজারের সিডিউল ক্রয় করেন ক্রেতারা । বাকি ৪টি বাজারের কোন সিডিউল বিক্রি হয়নি । ধানশাইল বাজারের ৩০ পার্সেন্ট বিডির সমস্যার দরুণ তা পূণরায় দরপত্র আহবানের সিদ্ধান্ত হয় । অপরদিকে আরেকটি বাজারের মূল্য না লেখায় তা বাতিল করে ২য় ডাককারীকে দেয়া হয়েছে । নিয়ম মোতাবেক ঝিনাইগাতী সদর বাজারটি সর্বোচ্চ ডাককারী বণিক সমিতির সভাপতি মোখলেছুর রমাননকে খাঁনকে ইজারাদার হিসাবে নিযুক্ত করে অন্যান্য বাজারের ইজারাদার হিসাবে নাম প্রকাশ করা হয় । এ সময় সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম সহ দরপত্র ক্রয়দাতারা উপস্থিত ছিলেন ।
– Advertisement –