ঝিনাইগাতী এলজিইডি অফিসে কর্মরত ৩ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঝিনাইগাতী এলজিইডি অফিসে কর্মরত ৩ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

– Advertisement –

গোলাম রব্বানী-টিটু , ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার এলজিইডি অফিসে কর্মরত বদলি জনিত কারণে তিনজনকে বিদায় সংবর্ধনা ও একজনকে বরণ করা হয়েছে ।

আজ বিকাল ৩টায় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) জয়নাল আবেদীন, সাবেক উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, ঠিকাদার আবু তাহের, মেহেদী হাসান, নাজমুল হোসেন,বিদায়ী উপসহকারী প্রকৌশলী মি:মিন্টু মিয়া,মি: সাইফুল ইসলাম, মি: শামীম সার্ভেয়ার ও যোগদানকারী ইকবাল হোসেন উপসহকারী প্রকৌশলী ।

বক্তারা অন্যত্রে বদলি জনিত কারণে বিদায়ীদের কর্মময় জীবনের সফলতা ও নব্য যোগদানকারীর সাফল্য কামনা করেন ।

ভিডিও :

– Advertisement –

Explore More Districts