– Advertisement –
গোলাম রব্বানী-টিটু, ঝিনাইগাতী প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে ৪০দিনের অতি দরিদ্রের জন্যে কর্মসংস্থানের কর্মসূচির কাজ উদ্বোধন করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন করেন । মালঝিকান্ধা ইউনিয়ন ব্যতীত ৬টি ইউনিয়নে গ্রামের রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে । ধানশাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদারপুর নদীরপার থেকে হাজীর বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা ও সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফিডার রোড থেকে মজনু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কাজ চলছে । আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান ৪০দিনের কর্মসূচির কাজ সরজমিনে তদারকি করেন । ৮৩০ জন দরিদ্র শ্রমজীবী মানুষেরা এ কাজের আওতায় এসেছে । তাদেরকে জি,টু,পি পদ্ধতিতে দৈনিক ৪শটাকা করে কাজের মুজুরী পরিশোধ করা হবে বলে জানা গেছে । উপকারভোগীরা স্থানীয় সরকারের এ কাজে সম্পৃক্ততা হয়ে জীবিকা নির্বাহ করার ফলে সন্তষ্টি প্রকাশ করেছেন ।
– Advertisement –