ঝিনাইগাতীতে সরকারের উন্নয়ন হচ্ছে আরো হবে”- ফজলুল হক এমপি (ভিডিও)

ঝিনাইগাতীতে সরকারের উন্নয়ন হচ্ছে আরো হবে”- ফজলুল হক এমপি (ভিডিও)

– Advertisement –

“শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সরকারের উন্নয়ন হচ্ছে আরো উন্নয়ন হবে ।”  উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান শেরপুর তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক এমপি।

তিনি ঝিনাইগাতী উপজেলার  নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন । আজ সকালে পৃথক-পৃথক ভাবে উপজেলার মালঝিকান্ধা ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যদের আনুষ্ঠানিক ভাবে স্ব-স্ব ইউনিয়ন ভবনের সামনে দায়িত্ব গ্রহণ ও দোয়া অনুষ্ঠিত হয় । মালঝিকান্ধা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও সদরের ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ,কে,এম ফজলুল হক চাঁন, বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এ,কে,এম বেলায়েত হোসেন বক্তব্য রাখেন । অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যরা অতিথিদেরকে ফুলেরতোড়া দিয়ে বরণ করে নিয়ে কাজের সহযোগিতা কামনা করেন ।

ভিডিও:

– Advertisement –

Explore More Districts