– Advertisement –
গোলাম রব্বানী-টিটু , ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খাদ্যগুদাম প্রাঙ্গণে আজ দুপুরে বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নে পারিবারিক সাইলো বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।
<span;> প্রথম দিনে উপজেলার কাংশা ইউনিয়নের ৮৫০ জনের মাঝে সাইলো বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় । উপজেলার অতিদরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দূর্যোগপিড়ীত জনগণের মাঝে পারিবারিক সাইলো প্রকল্পের আওতায় উপজেলার ৬ হাজার পরিবারকে চিহ্নিত করা হয়েছে । এই ড্রাম দিয়ে ধানের বীজ ও শুকনো খাবার সংরক্ষন করতে পারবে উপকারভোগীরা । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুজ্জামানের সভাপতিত্বে উপকারভোগীদের উদ্দেশ্য এর ব্যবহার তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়মান বিনতে ফেরদোসী, উপ সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন, মাসদুর রহমান, ব্যবসায়ী ছমির আরী মল্লিক প্রমুখ ।
<span;>উদ্বোধনী অনুষ্ঠানে কাংশা ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন ।
– Advertisement –