ঝিনাইগাতীতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর




ঝিনাইগাতীতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর



ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল রোববার সকালে উপজেলার সামনে ঝিনাইগাতী খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক ঝন্টু সহ বক্তারা মানববন্ধনে বলেন ২০০৯ সালের আইন বহাল রেখে তাদের সার বিক্রির সুযোগ দিতে হবে। বর্তমানে খুচরা বিক্রেতা বাতিল করার ফলে তারা রাস্তায় বসে যাবে সংসার চালানো দুস্কর হয়ে পড়বে বেকারত্ব জীবন কাটাতে হবে। সেই বিবেচনা করে খুচরা সার বিক্রেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তা বহাল রাখার দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন। বিএনপি দাবিদার এস,কে শহিদুল বলেন বিগত ১৭ বছর আমরা নির্যাতন হয়নি এখন আমাদের নির্যাতন করে এ সরকার সার বিক্রির অনুমতি বাতিল করছে যাহা নিন্দনীয় তা বহাল রাখার দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতারা।


Explore More Districts