– Advertisement –
গোলাম রব্বানী-টিটু, ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বেলা সাড়ে ১১টার সময় উপজেলার হল রুমে পহেলা ফাল্গুন এবং একইসাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার(ভূমি) জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য আবু তাহের, আয়শা সিদ্দিকা রুপালী, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, জাসদ সভাপতি মিজানূর রহমান,সম্পাদক এ,এম সামেদুল হক, এস আই আব্দুর রাজ্জাক, নকশী ও হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের কম্পানী কমান্ডারগণ ও সাংবাদিক গোলাম রব্বানী-টিটু প্রমুখ । সভায় উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে অভিমত পোষন করে দূর্নীতি,যানজট,অবৈধ বালু উত্তোলন, করাত কল, মাদক, জুয়া প্রতিরোধ বিষয়ক আলোচনা করেন সদস্যরা । পরে সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন ।
– Advertisement –