নিজস্ব প্রতিবেদক॥ যশোরের ঝিকরগাছা থানার একটি দ্রুত বিচার আইনের মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে এসআই সুমন বিশ্বাস ৬ জনকে অভিযুক্ত করে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মন্টু রহমানের ছেলে জনি হোসেন, মৃত আব্দুল হাইয়ের ছেলে মাসুদ রানা, আইয়ুব হোসেনের ছেলে সাগর হোসেন, আতিয়ার রহমানের ছেলে কোরবান আলী, দক্ষিণ বরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহান হোসেন ও সাকিল হোসেন সুমনের ছেলে মেহেদী হাসান রাফী।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ নভেম্বর বিকেলে চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার খাগুরিয়া গ্রামের পিকআপ চালক আরিফ মিয়াজী ও তার সঙ্গী শরিফুল আলম সাতক্ষীরার তালা থেকে তেলাপিয়া মাছ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের বরফ কলের সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেল এসে পিকআপের গতিরোধ করে। এসময় তারা চালককে গাড়ি থেকে নামিয়ে মারপিট করে ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরমধ্যে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে চালক আরিফ মিয়াজী বাদী হয়ে ঝিকরগাছা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।