ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ ঝিকরগাছায় ৩০বোতল ফেনসিডিলসহ সাবানা খাতুন(৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আইনউদ্দীন গাজীর মেয়ে ও আবুল কালামের স্ত্রী। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে ঝিকরগাছা পারবাজার থানার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এব্যাপারে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।