ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ ঝিকরগাছার বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদ্রাসারশিক্ষক-কর্মচারী নিয়োগকে ঘিরে শিক্ষা অধিদপ্তরে বিস্তর অভিযোগ দাখিল করেছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন। গত ৬ জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরলিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন, বর্ণিত মাদ্রাসাটিতে যাতে কেউ অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠন করতে না পারে সে নিমিত্তে ঝিকরগাছা বিজ্ঞ সহকারী জজ আদালতে দেওয়ানী ৩৬/২০২২ নং মামলা দাখিল করে ফারুক হোসেন। মামলাটির সমন নোটিশপ্রাপ্ত হওয়ার পরও বর্ণিত মামলার ১নং বিবাদি বর্তমান সভাপতি আব্দুল হাকিম,২নং বিবাদি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল অদুদ ও ৪নং বিবাদি মাদ্রাসার অফিস সহকারী হাফিজুর রহমান। মাদ্রাসাটিতে অবৈধ ভাবে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারেরসাথে যোগসাজসে পকেট কমিটি গঠন করার চেষ্টা চলছে। এতে আরও বলা হয়, নিয়োগ বাণিজ্য করার নিমিত্তে মাদ্রাসাটিতে নিয়োগের প্রচার করলে বর্নিত দেওয়ানী মামলায় কার্যবিধি আইনের ৩৯আদেশ ১বিধি ও ১৫১ধারা অস্থায়ী নিষেধাজ্ঞা দাখিল করিলে বিজ্ঞ আদালত বিবাদিগণকে শোকজের আদেশ দেন। মামলার বিবাদিগণ শোকজের নোটিশপ্রাপ্ত হলেও তাদের অবৈধ ভাবে নিয়োগের পাঁয়তারা থেমে নেই বলে উল্লেখ করা হয়েছে। ফলে বানিজ্য করে অযোগ্য মানুষকে নিয়োগ করলে মাদ্রাসাটির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হজরত আলী বলেন, আমি চলতি মাসের ১ তারিখে দায়িত্ব নিয়েছি। এসব বিষয় আমার কিছু জানানেই।