ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ

২২ December ২০২৫ Monday ২:৫৪:০৮ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ

ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসন থেকে বিএনপি মনোনিত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছ  থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইলেন ভূট্টো।

এর আগে সকালে ইলেন ভূট্টো তার দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইলেন ভূট্টো সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এই গণতান্ত্রিক দেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। এ জন্য এ দেশের শান্তিপ্রিয় মানুষকে লড়াই করতে হয়েছে। জেল-জুলুম গুম-খুনের অবসান হয়েছে। জাতীয় ঐক্যের কারণেই ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি সদর আসনটিতে জনগণের ভালোবাসায় জয়ী হবেন বলে আশা ব্যক্ত করে ইলেন ভূট্টো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts