| ৮ December ২০২৫ Monday ৯:৫৮:৩৭ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

২০০৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি দুর্নীতিবিষয়ক প্রতিবেদনের জেরে তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ পালন করেছে ঝালকাঠি প্রেস ক্লাব। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির সে সময় দুর্নীতির খবর প্রকাশ করেন, যা তৎকালীন ক্ষমতাসীন দলের কিছু নেতার বিরুদ্ধে যায়। পরে প্রেস ক্লাবের সাংবাদিকরা তার পক্ষ নিয়ে প্রতিবাদ জানালে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে হামলা চালায়। ওই দিনের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ৮ ডিসেম্বর ‘ধিক্কার দিবস’ পালন করা হয়ে আসছে।
আলোচনা সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাসউদুল আলম সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন আজমীর হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আককাস সিকদার।
এ সময় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুর রহমান পারভেজ, মল্লিক মো. নাসির উদ্দিন কবীর,
অলোক সাহাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অতীতের সেই কালো দিন সাংবাদিক সমাজ কখনও ভুলবে না। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

