ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনরোধের দাবিতে মানববন্ধন

৯ May ২০২৫ Friday ৩:৫৯:৪০ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে পোনাবালিয়া ইউনিয়নের ৪টি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল এলাকার নদীতীরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা জানান, বর্ষার শুরুতেই সুগন্ধ্যা ও বিষখালী নদীর ভাঙনের কবলে পড়েছেন পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি ও দেউরী গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে নদী ভাঙনে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও মসজিদসহ অনেক স্থাপনা নদী গর্বে বিলিন হয়ে যাচ্ছে। এতে মানুষ অসহায় হয়ে পড়েছে, অথচ দীর্ঘদিনের এই ভাঙরোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বক্তারা বলেন, ভাঙ্গন অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে শতশত মানুষ গৃহহীন হয়ে পড়বে।

মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা ভাঙনরোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, পোনাবালিয় ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন আকন, বর্তমান প্যানেল চেয়ারম্যান আল-আমিন খান, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বাদল ও আফজাল হোসেনসহ আরো অনেকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts