ঝালকাঠির কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ঝালকাঠির কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭ December ২০২৫ Sunday ৫:৩০:৪৬ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ঝালকাঠিতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ঝালকাঠি জেলা প্রশাসন। আজ রবিবার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি দল।

অভিযানের বিবরণ

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের সহায়তায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে পাঁচটি ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts