ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমবয় দিবস উদযাপিত

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমবয় দিবস উদযাপিত

২ November ২০২৪ Saturday ৯:০৯:৩১ PM

Print this E-mail this


কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমবয় দিবস উদযাপিত

সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমবয় দিবস উদযাপিত। 
আজ শনিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূাচ শুরু করেন। উপজেলা পরিষদ চত্তরে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি সঞ্জয় দাস। বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান সিকদার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, মোঃ সেলিম, উপজেলা সমবয় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, অবসারপ্রাপ্ত সমবয় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামসহ আরো অনেকে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ হায়দার জমাদ্দার, লিপি আক্তার, মোঃ শফিকুল ইসলাম,
অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ মিজানুর রহমান সোহাগ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ক্ষতিপূরণ পাবে পরিবার, ববি শিক্ষার্থী মাইশার নামে হচ্ছে ফুটওভার ব্রিজ

জেলহত্যা দিবস উপলক্ষে শেখ হাসিনার বিবৃতি

বরিশালসহ ৯ জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ফের অবরোধ শিক্ষার্থীদের

Explore More Districts