ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়ার স্থানীয় যুব সমাজ খন্দকার বাড়ির মাঠে এ ঘোড় দৌড়ের আয়োজন করেন। প্রতিযোগিতায় ১৫ টি ঘোড়া অংশনেন। ঘোড় দৌড় দেখতে কাঠালিয়া, রাজাপুর, বেতাগী ও বরগুনাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন। মাঠের চারপাশে স্থানীয়রা মেলার আয়োজন করেন। এতে দোগনার মোঃ এনায়েতে হোসেন এর ঘোড়া প্রথম হন। পর্যায়ক্রমে আওরাবুনিয়ার মোঃ মহসিনের ঘোড়া দ্বিতীয় ও দোগনার মিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় স্থান লাভ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন তরুন সমাজ সেবক ও রুবেল যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নগরীতে মাদকাসক্ত তরুণীর ছুরিকাঘাতে আহত ২ সন্তানের জনকের মৃত্যু