ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত

ঝালকাঠির কৃষ্ণকাঠি পেট্রোল পাম্প এলাকায় সুগন্ধা পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত পুলিশ সদস্য সরোয়ার হোসেন মৃধা ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার মৃত মতি হোসেন মৃধার ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।

এবিষয়য়ে পুলিশ জানায়, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে সুগন্ধা পরিবহন বরিশাল ব- ১১-০০৮২ গাড়িটি বরিশালে যাচ্ছিল। পুলিশ সদস্য সরোয়ার বরিশাল থেকে ঝালকাঠিতে বোনের বাড়িতে যাচ্ছিলেন পথিমধ্যে ঝালকাঠির কৃষ্ণকাঠি পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি নাসির উদ্দীন সরকার জানায়, সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।

ম.শফিকুল ইসলাম, নেত্রকোণা থেকে

এসি

Explore More Districts