ঝালকাঠিতে মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে মারপিট

ঝালকাঠিতে মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে মারপিট

৩১ মে ২০২১ সোমবার ১০:৩৮:৪০ অপরাহ্ন

Print this E-mail this


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠিতে মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে মারপিট

ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার চাওয়ায় ভুক্তভোগী কিশোরীর বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় রোববার (৩০ মে) রাতে ধর্ষণ ও মারামারির অভিযোগে ৪ জনকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর আত্মীয় মো. সাইদুল ইসলাম। 

সাইদুল ইসলাম ঝালকাঠি সদর থানার ছত্রকান্দা এলাকার মৃত খোরশেদ আলী আকনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মে উপজেলার পুটিয়াখালী এলাকার মো. শাহ জামান হাওলাদারের ছেলে মো. বেল্লাল হাওলাদার (২৫) তাওহীদ মোল্লার সহায়তায় ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের কলাবাগানে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখায় তারা।

পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত বেল্লালসহ তার পরিবারকে ডেকে বিচার চাওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়।

এ সময় অভিযুক্ত’র বাবাসহ রাজাপুর সদরের মৃত মেনাজের ছেলে মো. সিদ্দিক এসে ভুক্তভোগীর বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts