২৯ January ২০২৫ Wednesday ১২:২৯:২৫ PM | ![]() ![]() ![]() ![]() |
ঝালকাঠি প্রতিনিধি:

উপকরন ব্যবহার ও বিনোদন এর মাধ্যমে বাস্তবমুখি শিক্ষা গ্রহনের লক্ষ্যে ঝালকাঠিতে ব্র্যাক শিক্ষা তরী পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার খায়েরহাট ফজলুল হক স্কুল এন্ড কলেজ সংলগ্ন ঘাটে “ব্র্যাক শিক্ষা তরী” কার্যক্রমের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত তিনটি তরীতে রয়েছে বিজ্ঞান তরী, গণিত তরী এবং মূল্যবোধ তরী। নৌকাগুলোতে গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ক নানা উপকরণ রয়েছে। এতে পাই চার্ট, জ্যামিতিক পরিমাপের ব্যবহার, সরল দোলক, নিউটনের সূত্রের প্রয়োগ, লুডুর মাধ্যমে মূল্যবোধ বিষয়ক জ্ঞানের মাধ্যমে সাজানো।
আনন্দের সাথে, খেলার ছলে এবং ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তরীগুলোতে গিয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পারছে। নোঙর করা ঘাটে সকাল ৯ টা থেকে বিকা ৪ টা পর্যন্ত তরীগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খোলা থাকে।
সদর উপজেলার নির্বাহী অফিসার ফরহানা ইয়াসমিন তরীগুলো পরিদর্শন শেষে বলেন, ” ব্র্যাকের এ ধরণের কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলবে এবং এটি দীর্ঘ মেয়াদে এটি করা সম্ভব ছাত্র ছাত্রীরা আরও শেখার সুযোগ পাবে।
ব্র্যাকের জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায় ও কর্মসূচি সংগঠক মো: সোহেল মোল্লা। বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |