ঝালকাঠিতে বিদ্যালয়ের নবম এবং ১০ম শ্রেনীর ৭ ছাত্রীকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ

ঝালকাঠিতে বিদ্যালয়ের নবম এবং ১০ম শ্রেনীর ৭ ছাত্রীকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ

১৬ January ২০২৫ Thursday ৭:৩৪:৫৯ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠিতে বিদ্যালয়ের নবম এবং ১০ম শ্রেনীর ৭ ছাত্রীকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ

সঝালকাঠির নলছিটির উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম এবং ১০ম শ্রেনীর ৭ ছাত্রীকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেনীকক্ষে ছাত্রীদের পেটানোর এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীদেরকে তাদের সহপাঠি,অবিভাবক ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এবং ম্যাজিষ্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত শিক্ষার্থী ও তাদের অবিভাবক এবং স্থানীয়রা জানায়,আগামী ২৮ জানুয়ারী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃকিত অনুষ্ঠানের কথা রয়েছে। সে জন্য ক্লাস শেষে কয়েকজন ছাত্রী দলীয় নৃত্যে অংশ নেয়ার উদ্দেশ্যে মোবাইল ফোনে গান বাজিয়ে নাচ শিখছিল অন্যরা সেটি দেখতেছিল।
বিষয়টি প্রধান শিক্ষকের গোচরে এলে নিষেধ থাকা সত্বেও বিদ্যালয়ে মোবাইল ফোন আনায় তিনি ক্ষিপ্ত হয়ে ছাত্রীদেরকে বেত দিয়ে বেধরক পেটায়। এতে ৭ শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে আটকিয়ে গণপিটুনি দেয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে পাঠাতে সাড়ে ৪ হাজার কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা

সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার: ড. ইউনূস

বরিশালে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকা নিয়ে ফের বিতর্কে বিএনপির শিরিন

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 

জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব: বিএনপি

Explore More Districts