ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ

ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ

২৬ August ২০২৫ Tuesday ১০:৩৫:৩১ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ

ঝালকাঠিতে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি তাপস তালুকদারসহ অন্যান্য আসামীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠি জেলা ইমাম সমিতি। এ সময় তারা জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপিও প্রদান করে। মঙ্গলবার বিকেলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির নেতৃত্বে ইমামরা মিছিলযোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাইতুল মুমিন জামে মসজিদের খতিব মাও: কাওসার মাহমুদ, ঝালকাঠি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাও: মোখতার আহমেদ, মাওলানা রুহুল আমিন ও স্টীমারঘাট জামে মসজিদের খতিব মাও: ইব্রাহিম আল হাদি।
বক্তারা বলেন গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদারের নেতৃত্বে একদল লোক স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আল আমিনের কথা কাটাকাটির জেরে হামলা করে এবং তার দাঁড়ি ছিরে ফেলে। এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। আসামীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন ইমামরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বাকেরগঞ্জের সাবেক মেয়র ও আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

সাগরের ঢেউয়ে ক্ষয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্রসৈকত

জাটকা নিধন বন্ধ না হওয়ায় ইলিশের উৎপাদন কমছে: বরিশালে মৎস্য উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তা বদলি

Explore More Districts