১২ May ২০২৫ Monday ২:১৯:৫২ PM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ মে) রাজপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজি জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ও বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন।
রোববার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে।
পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আদালতে পাঠানো হয়। যুবলীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |