ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত
২৩ February ২০২৫ Sunday ৩:৪৪:১১ PM
ঝালকাঠি প্রতিনিধি:
বরিশাল বিভাগে সাংগঠনিক টিম প্রধানের সংগে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটি এবং জেলার ছয় ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আবদুল আউয়াল মিন্ট্।ু অন্যান্যের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় নির্বাহী কমটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সহ জেলা বিএনপির আহবায়ক কমিটিরএবং এবং ৬টি ইউনিটের শীর্ষ নেতৃবৃন্ধ এতে অংশ নেন । সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন।
প্রধান অতিথি আবদুল আউয়াল মিন্টু বলেন, জনগন যাকে ভোটদিয়ে সরকার গঠনের জন্য নির্বাচিত করবেন তারাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য একমাত্র উপযুক্ত। যারা আগে এটা ওটা দাবি করে তারা ষড়যন্ত্রকারি আর ষড়যন্ত্রকারিদের সাথে বিএনপি কখনোই আপোষ করবে না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘আমি ষড়যন্ত্রের শিকার’: বিএনপি নেত্রী শিরিন
তৈরি হচ্ছে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা
পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২
শের ই বাংলা মেডিকেল কলেজে ৭ম দিনের ‘শার্ট ডাউন’
পুলিশ ম্যানেজ করে বরিশাল থেকে বছরে শত কোটি টাকার জাটকা পাচার (!)