ঝালকাঠিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

ঝালকাঠিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

১৯ জুন ২০২৩ সোমবার ৯:৪৪:৫৪ অপরাহ্ন

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

ঝালকাঠিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জুয়েল রানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতি, প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ছাহেব আলী, ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের কোনো বিকল্প নেই। নিরাপদ খাদ্যের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে আমাদের খাদ্য নিরাপদ রাখার কৌশল ঠিক করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি আমাদের সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এ দপ্তর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts