ঝালকাঠিতে বখাটে রিক্সাচালকদের হয়রাণীর শিকার স্কুলছাত্রীরা আতঙ্কে অভিভাবক মহল – প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

ঝালকাঠিতে বখাটে রিক্সাচালকদের হয়রাণীর শিকার স্কুলছাত্রীরা আতঙ্কে অভিভাবক মহল – প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

১৭ November ২০২৪ Sunday ৫:০৭:০১ PM

Print this E-mail this


অমিত বনিক অপু, ঝালকাঠিঃ

ঝালকাঠিতে বখাটে রিক্সাচালকদের হয়রাণীর শিকার স্কুলছাত্রীরা আতঙ্কে অভিভাবক মহল – প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

প্রতিকি ছবি

ঝালকাঠিতে কতিপয় বখাটে রিক্সাচালকদের ইভটিজিং ও হয়রানীর শিকার হচ্ছেন স্কুল ছাত্রীরা। অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই এ ধরনের হয়রানীর শিকার হয়ে আসছেন তাদের সন্তানরা। দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন অভিভাবক মহল।
শহরের কুমারপট্টি থেকে কামারপট্টি মোড়, শিল্পকলা একাডেমী-মিনিপার্ক থেকে চাঁদকাঠী চৌমাথা, রোনালস রোড, পৌর আদর্শ বিদ্যালয়ের রাস্তায় এই ধরনের ইভটিজিং এর শিকার হচ্ছেন ছাত্রীরা।
জানা গেছে, কিছু যুবক বয়সী রিক্সাচালক স্কুল শুরু কিংবা ছুটি হওয়ার পূর্বে স্কুল সংলগ্ন বিভিন্ন রাস্তায় ওত পেতে দাড়িয়ে থাকে। ছাত্রীরা স্কুলে আসা-যাওয়ারা পথে তাদের টার্গেট করে পিছু নেয় বখাটে ওইসব রিক্সাচালকরা। ছাত্রীদের পেছন পেছন রিক্সা চালিয়ে যায় এবং বিভিন্ন ভাবে ইভটিজিং করে ছাত্রীদের হয়রানী করে। শুধু স্কুল চলাকালীন কিংবা ছুটির সময়ই নয়, ছাত্রীরা প্রাইভেট পড়তে গেলেও ওইসব বখাটে রিক্সাচালকরা বিভিন্ন ভাবে ছাত্রীদের ইভটিজিং করে বলেও অভিভাবকরা জানিয়েছেন।
বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, স্কুল শুরু কিংবা ছুটির সময় বখাটে রিক্সাওয়ালারা অশ্লীল কথা বার্তা বলতে বলতে রাস্তায় ছাত্রীদের পেছন নেয়। “আপু ভাড়া লাগবে না, আপনাকে আমার ভাল লাগে” ইত্যাদি নোংরা কথাবর্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায়ই ছাত্রীদের উত্যক্ত করে চলেছে ওইসব বখাটে রিক্সাচালকরা। এমনকি ছাত্রীদের কাছে তাদের মোবাইল নাম্বারও চায়।
নবম শ্রেনীর একজন ছাত্রী জানিয়েছেন, রাস্তায় অশ্লিল অঙ্গভঙ্গি এবং অশ্লিল কথাবার্তা বলে উত্যোক্ত করে বখাটে রিক্সাচালক। এ ব্যাপারে পার্শবর্তী দোকান কিংবা পরিচিত কাউকে কিছু বলতে যাওয়া মাত্র দ্রæত ব্যাটারীচালিত রিক্সা চালিয়ে স্থান ত্যাগ করে সরে যায় ওই রিক্সাচালক।
চতুর্থ শ্রেনীতে পড়–য়া একজন ছাত্রী জানিয়েছেন, স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে বখাটে এক রিক্সাচালক তার পিছু নেয় এবং বিভিন্ন নোংরা ধরনের কথা বর্তা বলে। টাকা লাগবে না, ঘুড়তে নিয়ে যাবে, ঘোরা শেষে বাসায় পৌছে দেবে ইত্যাদি বিভিন্ন ভাবে প্রলোভন দেখায় ওইসব বখাটে রিক্সাচালক।
এ ব্যাপারে প্রশাসনের নজরদারী জোরদার করার জন্য বিনীত ভাবে অনুরোধ করেছেন সচেতন অভিভাবক মহল। অন্যথায়, যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাওয়ার আশংকা করছেন তারা। শুধু প্রশাসনই নয়, স্কুল সংলগ্ন বাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সবাইকে বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখারও অনুরোধ করছেন অভিভাবকগন

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে,‘অজ্ঞাতনামা’ আসামী আতঙ্কে ঘরছাড়া কর্মীরা…..

আ. লীগ সরকার ছিল ‘আফ্রিকান মাগুর মাছের মতো’: রিজভী

স্ত্রী–সন্তানকে বাড়িছাড়া করতে গ্যাস–বিদ্যুৎ–পানি বন্ধ

কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির নেতা টিপু গ্রেফতার

Explore More Districts