ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারিদের কর্মবিরতি 

ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারিদের কর্মবিরতি 

৩ December ২০২৫ Wednesday ২:৪০:৫৯ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারিদের কর্মবিরতি 

নিয়োগ বিধি দ্রুত বাস্তাবায়নের দাবিতে ঝালকাঠিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারিরা। 

ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে  বুধবার সকাল ৯ টা থেকে ঝালকাঠি সদর দ্বিতিয় দিনের মত তারা এ কর্মসুচী পালন করে। চলবে বিকলা সারে ৩ টা পর্যন্ত। এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেয়। এতে মাতৃত্ব কালিন সেবা , ভ্রাম্যমান ক্লিনিকের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ব্যহত হচ্ছে।

নিয়োগ বিধি বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব, পরিবার পরিকল্পনা পরিদর্শক,   মামুন সিকদার জানান,আমারা বৈশম্যের শিকার হচ্ছি। আমাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবানয় চাই। তা না হলে আমাদের আন্দলন চলবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts