ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

১৫ April ২০২৫ Tuesday ১:২৫:৫৬ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর বাসটি ইছানীল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।  

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, ভোরে সাকুরা পরিবহনের একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts