ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ই য়াবাসহ আটক ১

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ই য়াবাসহ আটক ১

২৪ September ২০২৫ Wednesday ১২:১৮:৪৫ AM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ই য়াবাসহ আটক ১

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ই য়া বা উদ্ধার

ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ই য়া বা ট্যাবলেট উ দ্ধা র করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে কীর্ত্তিপাশা বাজারসংলগ্ন প্রসন্ন কুমার বালক মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এসব মা দ ক উ দ্ধা র করা হয়।

ডিবি সূত্র জানায়, এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গো প ন সংবাদের ভিত্তিতে অ ভি যা ন চালায়। এসময় কীর্ত্তিপাশার বেউখির এলাকার শুভ বল (২৯) নামে এক যুবককে আ ট ক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে লুঙ্গির কোচর থেকে লাল কসটেপে মোড়ানো সাদা পলিথিনে রাখা ৪০ পিস ই য়া বা উ দ্ধা র করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মা দ ক বি রো ধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts