ঝালকাঠিতে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড টিম সদস্যদের দিন ব্যাপী কর্মশালা
১৭ January ২০২৫ Friday ১:৫৫:৩০ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড টিম সদস্যদের দিনব্যাপী বার্ষিক পরিকল্পনার উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্ড টিম সদস্যদের পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম,জেলা সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই। পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম বাবু। পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ শাহাবউদ্দিন খলিফা সঞ্চালনায় এ কর্মশালায় জামায়াতে ইসলামী’র ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ৫ দিনের নবজাতককে নদীতে ফেলে দিলেন মা!
চাঁদাবাজি বন্ধে কাজ করবে পুলিশ-কোস্টগার্ড: উপদেষ্টা সাখাওয়াত