ঝালকাঠিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার ১:৪৪:১৯ অপরাহ্ন

Print this E-mail this


ঝালকাঠিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে তাঁকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত নারীর নাম তাজনেহার বেগম (৪৬)। তিনি কচুয়া গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের স্ত্রী।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তাজনেহার বেগমের ময়নাতদন্ত হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বজলুর রহমান হাওলাদারের পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশী কামরুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে কামরুলের পাকা ভবনের দরজা-জানালা ও সীমানাপ্রাচীর ভাঙচুর করেন বজলুর ও তাঁর স্ত্রী তাজনেহার। বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কামরুল ইসলাম, তাঁর বোন আসমা বেগম ও স্ত্রী রুপালী বেগম কুপিয়ে গুরুতর জখম করেন তাজনেহারকে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কামরুল ইসলাম, তাঁর বোন আসমা বেগম ও স্ত্রী রুপালী বেগমসহ পরিবারটির সদস্যরা পলাতক রয়েছেন। এ জন্য তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





নৌকা মার্কাকে জয়লাভ করাতে হবে, সাদিক আব্দুল্লাহ।

বরিশাল বিভাগে ডেঙ্গুতে নারীসহ পাঁচজনের মৃত্যু

বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ জনকে প্রায় পৌনে চার কোটি টাকার লাম্পগ্রান্ট ও গ্রাচুইটি এর চেক বিতরণ।

আবার ক্ষমতায় এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেব : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে গৃহপরিচারিকার মেয়েকে ধর্ষণ, বিক্রয় প্রতিনিধি গ্রেপ্তার

Explore More Districts