৬ May ২০২৫ Tuesday ৪:৪১:৩৬ PM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে কারারক্ষী পদে অংশ নেওয়া চাকুরি প্রত্যাশী পরিক্ষার্থীদের সাথে অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়োগ বানিজ্যের অভিয়োগ পাওয়াগেছে। মঙ্গলবার দুপুরে নিয়োগ বাতিলের দাবিতে চাকুরি প্রত্যাশীরা বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাউ করা হয়।
পরিক্ষার্থীদের অভিযোগ, বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা থেকে কারারর্ক্ষী পদে ৬০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এই পরিক্ষার কেন্দ্র ঝালকাঠিতে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে কারারক্ষী পদে অংশ নেওয়া চাকুরী প্রত্যাশীরা ঝালকাঠি জেলা কারাগাড় চত্ত্বরে লাইনে দাড়ায়। এসময় গেইট থেকে অনেককে ঢুকতে দেওয়া হয়নি। তাদের সাথে খাবার ব্যবহার করা হয়, শিক্ষা সনদ ছিরে ফেলা এবং শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এ অবস্থায় এই নিয়োগ বাতিল করার দাবি জানান তারা । সংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের বাঁধা দেওয়া হয়।
চাকুরী প্রত্যাশীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে নিয়োগ বালিতের জন্য অভিযোগ দায়ের করেছে। তবে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজি হয়নি। তবে ঝালকাঠির জেল সুপার মো.আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান জানান , এ নিয়োগ পরিক্ষার সাথে তারা সংশ্লিষ্ট নাই। ঝালকাঠি জেলা ভ্যানু হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢাকা থেকে কর্মকর্তারা এসে পরিক্ষা নিয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |