ঝালকাঠিতে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

ঝালকাঠিতে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

২২ নভেম্বর ২০২৩ বুধবার ১১:৪৯:৪৪ অপরাহ্ন

Print this E-mail this


ঝালকাঠিতে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে রবিউল ইসলাম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সত্যনগর এলাকায় বসত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ওই এলাকার রিকশাচালক হারুন হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে উপজেলার পুটিয়াখালি গ্রামের কালামের মেয়ে বিথীর সঙ্গে বিয়ে হয় রবিউলের। বিয়ের কিছুদিন পর সজীব নামের এক যুবকের সঙ্গে বিথীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানতে পারেন স্বামী রবিউল। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল, এ ঘটনায় স্থানীয়ভাবে বৈঠকও হয়েছিল।

নিহতের পিতা হারুন জানান, রাত সাড়ে ৭টার দিকে তিনি ঘরের ২টি দরজা খোলা ও অন্ধকার দেখে ভেতরে ঢুকে লাইট জ্বালালে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts