ঝালকাঠিতে অগ্নিকান্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝালকাঠিতে অগ্নিকান্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

৩১ মে ২০২১ সোমবার ১১:১১:৪৭ অপরাহ্ন

Print this E-mail this


ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে অগ্নিকান্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকান্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

সোমবার (৩১ মে) সকাল ৬টায় উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় চেচরীরামপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জোমাদ্দার সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ৬টায় কৈখালী বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে চারদিকে। এতে একটি ফার্মেসি, একটি ফ্লেক্সিলোডের, দু’টি হার্ডওয়ারের, দু’টি কসমেটিকসের, মুদি ও চায়ের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম অগ্নিকান্ডে ৮ টি দোকার পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts