
ডেস্ক নিউজ :: প্রবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এস.এস.সি ব্যাচ ২০০২ -এর আয়োজনে এক ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে আগামী ১০ জুন (মঙ্গলবার) সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য রেস্ট্রেশন করা জন্য যোগাযোগ করুন- 01715-713549 (সাজু), 01919-827779 (মিন্টু), 01609-567123 (মাজহারুল), 01641-024981 (হাবিব)।