ঝাউডাঙ্গা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠান

ঝাউডাঙ্গা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠান

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, বক্তব্য রাখেন সদর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুে আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল বাসার, বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু মুছা, বাঁশদহা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাব্বত আলী, জেলা যুবদলের আখতারুজ্জামান বাপ্পি, ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল হুদা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাজান আলী বাবলু,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী কবিরুল ইসলাম, সদস্য সচিব পদপ্রার্থী বদরুজ্জামান বিলাশ প্রমুখ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা বলফিল্ড মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু মুছা।

Explore More Districts