
এসএম আব্দুল্লাহ :: ইয়াং মুসলিম জেনারেশনের আয়োজনে ঝাউডাঙ্গায় ১ম যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার আল-হেরা মডেল একাডেমি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরিফ মোস্তাফিজ বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। প্রধান আলোচক হিসেবে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা বিষয়ের উপরে আলোচনা করেন মুফতি মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, ইয়ং মুসলিম জেনারেশনের সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ খলিলুর রহমান, ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের জামায়াতে ইসলামের আমির প্রফেসর ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত সেমিনারে “দারিদ্র বিমোচনের যাকাতের ভূমিকা” বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন করেন ইয়াং মুসলিম জেনারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান।
সেমিনারে অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াং মুসলিম জেনারেশনের সিনিয়র সহ-সভাপতি মাওঃ মশিউর রহমান ও সেক্রেটারি হাফেজ সাইফুল্লাহ।