ঝাউডাঙ্গায় বেতনা নদীর মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ঝাউডাঙ্গায় বেতনা নদীর মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বেতনা নদীর মাটি কাটতে গিয়ে মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটায় এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মিজানুর রহমান (৫৫) একই ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ পাথরঘাটা এলাকায় সকাল থেকে কয়েকজন মাটিকাটা শ্রমিক নিয়ে ট্রলিযোগে বেতনানদীর পাড়ের মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ পাড়ের বড় একটা অংশ ভেঙে পড়ছে এমনত অবস্থায় মিজানুর রহমান সেখান থেকে বেরিয়ে আসার মুহূর্তে পিছনে থাকা ট্রলিতে ধাক্কা লাগে। তাৎক্ষণিক ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কে বা কারা মাটি কেটে নিয়ে যাচ্ছি এবিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

Explore More Districts