জয়ের চোটে বদলে গেল বাংলাদেশের জয়ের কৌশল

জয়ের চোটে বদলে গেল বাংলাদেশের জয়ের কৌশল

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। যদিও এই জয় একটু হোঁচট খেয়েছে মাহমুদুল হাসান জয়ের ইঞ্জুরিতে। তবে পঞ্চম ও শেষ দিনে মাঠে নামার আগে বাংলাদেশ নিজেদের জয়ের কৌশল সাজিয়ে নিয়েছে।

বোলার নয়, বল দেখে খেলার চেষ্টা করেছি জয়
মাহমুদুল হাসান জয়। ফাইল ছবি

জয় চোটে পড়ে ছিটকে যাওয়ায় বাংলাদেশকে খেলতে হবে ১০ ব্যাটার নিয়ে। জয়ের স্বপ্নে বুঁদ বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করার কথা ছিল জয়ের। তিনি না থাকায় ব্যাটিং লাইনআপ এক ধাপ করে এগিয়ে আনা হবে।

Advertisment

বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে বিশেষ সূত্র। সূত্র জানায়, ‘টিম ম্যানেজমেন্টের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, ব্যাটিং অর্ডার এক ধাপ করে এগিয়ে আসবে।’

ওয়ান ডাউনের বদলে তাই সাদমান ইসলামের সাথে ওপেনিংয়ে নামবেন নাজমুল হোসেন শান্ত। বাকি ব্যাটারদের অবস্থানও এক ধাপ করে এগিয়ে আসবে।

মাহমুদুল হাসান জয়ের এই চোট অবশ্য পুরনোই। সূত্র জানায়, ‘ইঞ্জুরিটি পুরনো। ব্যাটিং হ্যান্ডে দুই আঙুলের নরম জায়গায় চিড় আছে। এই জায়গায় আগেও একটু ছিঁড়ে গিয়েছিল। আঙুলের এমন জায়গায় একটু আঘাত পেলেই বারবার ছিঁড়তে পারে।’

চোট সারাতে জয়ের আঙুলে লেগেছে তিনটি সেলাই। আপাতত ৭-১০ দিনের পর্যবেক্ষণে আছেন তিনি।

চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের লিড মাত্র ১৭ রান, হাতে আছে মাত্র ৫টি উইকেট। পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের লক্ষ্য, যত তাড়াতাড়ি ও কম রানে সম্ভব নিউজিল্যান্ডকে অলআউট করা। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো জয় দূরে থাক, টেস্ট ড্রয়েরও কীর্তি নেই বাংলাদেশের।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts