জোড়া আত্মঘাতী গোলে জয় বঞ্চিত ম্যানইউ

জোড়া আত্মঘাতী গোলে জয় বঞ্চিত ম্যানইউ

ইউরোপা লিগে সেভিয়া যেনো অপ্রতিদ্বন্দী এক দল। সেই দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচের ২১ মিনিটের মাঝেই ২-০ গোলে লিড নেয় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেন অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সেবিতজার।

কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেভিয়া। শানিত আক্রমণে এলোমেলো হয় ইউনাইটেডের রক্ষণভাগ। তাতেই ৮৫ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে টেন হাগের দল। আর ম্যাচের যোগ করা সময়ে হ্যারি ম্যাগুয়েরার ভুলে আরও এক আত্মঘাতী গোল খায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।

/এমএন

Explore More Districts