সিলেটের জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নির্দেশনায় পুলিশের পৃথক দু’টি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৮০ বোতল মাদকসহ ১০ বস্তা চিনি জব্দ করেছেন।
শনিবার (২৮ অক্টোবর) সকালে পৃথক ভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের এসআই মির্জা সাফায়েত সঙ্গীয় ফোর্সসহ সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বস্তা ভারতীয় চিনি জব্ধ করেন। এসময় গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকায় নুর উদ্দিনের পুত্র আতিকুর রহমান (২৪) নামে এক জনকে আটক করা হয়।
অপরদিকে সকাল ৯টার দিকে পুলিশের এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৮০ বোতল মদ উদ্ধার করেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের এই সব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধে এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করতে তিনি সচেতন নাগরিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন