জৈন্তাপুরে বিদেশি মদসহ আটক ১

জৈন্তাপুরে বিদেশি মদসহ আটক ১

জৈন্তাপুরে বিদেশি মদসহ আটক ১

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ পাচারকালে সিএনজি চালিত অটোরিকশাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত তারেক মিয়া (২৮) শাহপরান বিএডিসি গুচ্ছগ্রাম এলাকার মৃত ইউসুফ আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী এলাকায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দুপুর ২:৩০টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তামাবিল মহাসড়কে একটি সিএনজি হতে তল্লাশী চালিয়ে ৪৫ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদসহ তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস/আরএ

Explore More Districts