জৈন্তাপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো বৃদ্ধার

জৈন্তাপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো বৃদ্ধার

জৈন্তাপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো বৃদ্ধার

প্রতীকী চিত্র

দৈনিকসিলেটডটকম:  জৈন্তাপুর উপজেলার নিজপাট গুয়াবাদী এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধা মারা গেছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম রাহেলা বেগম (৭৫)। তিনি উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি গ্রামের আতিকুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলাসদরের ফতেখা রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সম্মুখে রাহেলাকে দ্রুতগামী একটি মিনি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ওসমানী হাসপাতালে নেওয়ার পথেই রাহেলা মারা যান।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, শুনেছি শহিদ মিনার এলাকায় দুর্ঘটনায় একজন বৃদ্ধা আহত হয়েছে। মৃত্যুর বিষয়ে জানা নেই, আমরা খোঁজ নিচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts