জৈন্তাপুরে ইসলামী আন্দোলেনের ইফতার মাহফিল সম্পন্ন

জৈন্তাপুরে ইসলামী আন্দোলেনের ইফতার মাহফিল সম্পন্ন

জৈন্তাপুরে ইসলামী আন্দোলেনের ইফতার মাহফিল সম্পন্ন

ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বে জৈন্তাপুর উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে ও
মাওলানা ফয়জুর রহমান ও মাওলানা আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।

এ সময় বক্তারা বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দেশের গণমানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশে ইসলামি শাসন ব্যবস্হা কায়েমের মধ্য দিয়ে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ সবাইকে কাজ করার আহবান জানানো হয়।

সভায় ফিলিস্তিনের গাজায় মুক্তিকামী মুসলিমদের উপর বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে অনতিবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

এ সময় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জমিয়তে আনসার জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, মাহবুবুল আম্বিয়া, জমিয়তে ত্বালাবা সিলেট জেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, হাফিজ আব্দুল ওয়াহিদ,জৈন্তাপুর জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ শামসুজ্জামান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা ফয়জুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, ছাত্র আন্দোলন জৈন্তাপুর থানা শাখার সভাপতি হাফিজ জাবির আহমদ, মাওলানা মুজাহিদুল ইসলাম,জামায়াতে ইসলামী ২নং জৈন্তাপুর ইউ/পির আমির নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

পরে ইফতার পূর্বে দেশ ও মুসলিম উম্মাহের শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়

ডিএস/আরএ

Explore More Districts