জেলা বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর আপত্তির কারণে প্রশাসন জেমসের কনসার্টের অনুমতি দেয় নি: আয়োজক কমিটি

জেলা বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর আপত্তির কারণে প্রশাসন জেমসের কনসার্টের অনুমতি দেয় নি: আয়োজক কমিটি

জেমসের কনসার্টজেমসের কনসার্টমেহেরপুরের ‘সূর্য ক্লাব’ আয়োজিত জনপ্রিয় শিল্পী জেমসের সঙ্গীতানুষ্ঠান প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আয়োজকরা অভিযোগ করেছেন, স্থানীয় রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কনসার্টের অনুমতি দেয়নি।

জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, প্রশাসন কেন অনুমতি দেনি তা আমরা জানি না। আয়োজক ‘সূর্য ক্লাব’-এর সভাপতি নাহিদ মাহবুব সানী ও সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন অভিযোগ করেছেন, জেলা বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর আপত্তির কারণে প্রশাসন অনুমতি দেয়নি।

বাঁধন জানান, জেলা প্রশাসকের আশ্বাস ছিল যে পুলিশ কোনও আপত্তি না দেখালে কনসার্টে সমস্যা হবে না। পুলিশ সুপারও কনসার্টকে “মহৎ উদ্যোগ” হিসেবে উল্লেখ করে নিরাপত্তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরিস্থিতি বদলে যায় প্রচারণা চলাকালীন প্রশাসনের দিক থেকে অনিশ্চয়তা দেখা দেওয়ায়।

কনসার্টের ভেন্যু হিসেবে জেলা স্টেডিয়াম ঠিক করায় কিছু খেলোয়াড়দের মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রতিবাদ গড়ে ওঠে। আয়োজকরা অভিযোগ করেছেন, মেহেরপুর এনসিপির কিছু নেতা এবং সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের ভাই বিএনপি নেতা মারুফ আহমেদ বিজনের সঙ্গে যোগসাজশে বাধা সৃষ্টি করেছেন।

অভিযোগ অস্বীকার করেছেন মারুফ আহমেদ বিজন ও মেহেরপুর এনসিপির জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ। তারা জানিয়েছেন, কনসার্ট আয়োজক ও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ীই হবে, এবং তাদের দলের কোনো হস্তক্ষেপ নেই।

Explore More Districts